ঢাকার গুলশান থেকে ১৮ই জানুয়ারি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যারা পুলিশের ভাষায় আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য।

পুলিশ বলছে, জানুয়ারির দুই থেকে চার তারিখের মধ্যে ৮৫ বার দেশের বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএলের বিভিন্ন এটিএম বুথে ঢুকে এই লোকেরা কার্ড স্কিমিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল।

কিন্তু ব্যাংকটির অ্যান্টি-কার্ড স্কিমিং প্রযুক্তির কারণে জালিয়াতির চেষ্টা ব্যর্থ হয় এবং স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে প্রথমে ব্যাংক ও তারপর পুলিশের কাছে প্রায় সাথে সাথেই সেই তথ্য চলে আসে।

পুলিশ বলছে, এরপর মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে একজন সহযোগীসহ ওই তুর্কি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এনিয়ে পুলিশ একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকায়।

Attachments

  • Original Link
  • Original Document
  • Permalink

Disclaimer

Eastern Bank Ltd. published this content on 20 January 2022 and is solely responsible for the information contained therein. Distributed by Public, unedited and unaltered, on 20 January 2022 06:35:08 UTC.